বেনিয়া বৃটিশ!
পুত্তলিকা সে জানোয়ার
মুখের পাইপটি টানতে টানতে

স্কেল আর পেন্সিলের
মর্মঘাতী এক রেখায়

আহা, কি কুৎসিত!
কি অদয়!

চিরে দু’ভাগ করে ফেললো আমাদের হৃদয়!

সেদিন থেকে আমরা বন্ধু
হলাম এপার আর ওপার

গুমরে কাঁদে, দু'হৃদয়ের মাঝে, এক বেদনার্ত কাঁটাতার

দ্বিধর্ম, দ্বিজাত, সব অসুস্থ তত্ত্ব!
প্রোথিত করা হলো পুতুল মস্তিষ্কে বেনিয়ার

আকাশে বাতাসে
আজও ভিড় করে আছে

তোমার, আমার

পূর্বপুরুষের রক্তমাখা উচ্ছেদী হাহাকার।


(০৯.০৫.২০২০)