(১)

উড়ে যাও উড়ে যাও উড়ে যাও পাখি,
মনের খাঁচাতে আর নেই ভালোবাসা;
কী কারণে তবে আর মনে বেঁধে রাখি !
উড়ে যাও উড়ে যাও উড়ে যাও পাখি ;
মুছে ফেলো মুছে ফেলো টলমল আঁখি,
এই মনে মরে গেছে স্বপ্ন আশা ;
উড়ে যাও উড়ে যাও উড়ে যাও পাখি,
মনের খাঁচাতে আর নেই ভালোবাসা ।

(২)

তোমাদের কথা শুনে পায় বড় হাসি !
কোথা থেকে পাও সব অদ্ভুত কথা ?
তার সাথে আরো আসে খুক খুক কাশি!
তোমাদের কথা শুনে পায় বড় হাসি;
এই সব লাফ ঝাঁপ কবে হবে বাসি ?
কবে হবে মতিগতি ঠিক মাথাব্যথা ?
তোমাদের কথা শুনে পায় বড় হাসি,
কোথা থেকে পাও সব অদ্ভুত কথা ?

(৩)

ডান্ডা মেরে ঠান্ডা করার দন্ড দিচ্ছো রাণী ?
আমরা তো নই অবোধ পশু রক্তখেকো মশা !
মাইকটা তুলে মুখ লাগিয়ে ছাড়ছো কত বাণী;
ডান্ডা মেরে ঠান্ডা করার দন্ড দিচ্ছো রাণী ?
কোথায় তোমার জিয়ন কাঠি সব-ই আমরা জানি !
গুনবে প্রমাদ ভাঙবে প্রাসাদ আসবে শনির দশা;
ডান্ডা মেরে ঠান্ডা করার দন্ড দিচ্ছো রাণী ?
আমরা তো নই অবোধ পশু রক্তখেকো মশা !


(০৯.০৬.২০২১)