মরুভূমির ওপর পশ্চিমে ঐ চিহ্নটির দিকে চোখ পড়ে,
ভাবি, জীবন আবার সহজ হবে কি করে !
প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন চন্দ্রও মাতাল করে
আমার এ তীর্থযাত্রী মন,
এবং ভেদ করে চলি উঁচু মিনারের মতন
জীবনের ভুমিতে গেঁথে রাখা শত-সহস্র নান্দনিক সমন;


আমার ভেতরে খেলা করে আশ্চর্যরকম সব অলৌকিক সুর,
ওরাই নিচ্ছে প্রতিনিয়ত কোনো মন্দিরের খোঁজে বহুদূর;
চিরস্থায়ী এক ইশারার পথে হৃদয় ধ্বনিত হয় অপেক্ষার স্বরে,
ভাবি, জীবন আবার সহজ হবে কি করে !


অপার্থিব তাকে সাজানো দৈব অক্ষরদের নিয়ে
প্রাচীন রাজা-রাণী-যাজকের অন্তহীন খেলা চোখে পড়ে.....
ভাবি, জীবন আবার সহজ হবে কি করে !


(২৪.০২.২০২২)