প্রথমে আমি মানুষ, মানবতাবাদী ধর্ম,
প্রগতিশীল যৌগ পৃথিবীর;
তারপর আমি কবি, সবুজ আর লালে রাঙা
আমার এই জন্মভূমির;

এরপর বাকী সব চিন্তা, চেতনা আর অনুভূতি,
বিশেষ করে বলতে চাই একটি,
যা নিয়ে পৃথিবীতে সর্বদা বিভক্তি;
সব নিজস্ব ঘরের নিভৃত সিন্দুকে ভর্তি, এবং বন্দী;
ঘরের বাইরে এলে আমি,
পরিহার করি যতটুকুই পারি,
পরলৌকিক ভাবনার সব অহংকারী উক্তি;

এভাবেই গড়ে উঠেছে আমার সত্তা;
আমি নই ঈশ্বরের কোনো স্বঘোষিত দূত, প্রহরী কর্তা;
খুব উপভোগ করি প্রতিদিন,
আমার জীবন দর্শনের এই ভর্তা।

(২৫.০৮.২০২০)