এসেছিল কেউ গধুলীবেলা !
অমাবস্যায় অন্ধকার
বুকের ক্যানভাস জুড়ে,
দূর অজান্তে বয়ে যাওয়া মেঠ পথ ধরে।


বদন তার চন্দনেসু,
মায়ায় নয়ন ভরা,
রূপ ইশারায় টইটুম্বুর,
হৃদয় পাগল করা।


চরনে তার পায়েল বাজে
হাতে কাঁচের চুড়ী,
উষ্ম পরশের হাসির মায়ায়,
মনটা করল চুরি !
দিশা হারিয়ে হলাম শেষে,
ভালবাসার সহচরী।


স্বপ্নে হলেও___
ক্ষনিক ভালবাসা দিয়েছিল !
সেই মায়াবীনি বেশের নারী।