রঙ্গীন দেওয়াল থেকে খসে পড়া প্লস্তরা,
টুটাফুটা জানালা দিয়ে চাঁদের আলোর
অবাধ্য ভাবে চুইয়ে পড়া ।
অসহ্য এই সৌন্দর্যকে এসে ঢেকে দেয়
একটুকরো কাল মেঘে।  
অন্ধকারের অস্তিত্ব বলে কিছু নেই
আলোর নেই বলে অন্ধকারের জন্ম।
তাইতো চাঁদের শুভ্র আলোকে গ্রাস করা
কাল মেঘের অস্তিত্বকে মেনে নেওয়া যায় না।
যেমন মেনে নেওয়া যায় না দেওয়াল থেকে
ধীরে ধীরে খসে পড়া প্লস্তরা।  
কাল মেঘকে বৃষ্টি হয়ে ঝড়ে পড়তে হবে,
অন্ধকারকে হারাতে হবে আলোর কিরণে,
লোনা ধরা দেওয়ালের প্লস্তারার ঘুণ মরবে
ইট পাথরের দেওয়ালের শক্ত সিমেন্টের মিশ্রণে।


০৪/১১/২০১৫ইং
টোলামোর,আয়ারল্যান্ড