আজব এক দেশের কথা করিব বর্ণন  
সবুজ শ্যমল ছিল যাহারো ভুবন…।
যুগে যুগে তাহারো সম্পদেরও লোভে  
দেশ দেশান্তর থেকে আসিল সবে।  
যুগে যুগে ভীন দেশীরা করিলো শাসন  
স্বাধীনতার জন্যে ব্যকূল আমার এই মন ।
অবশেষে স্বাধীন হলাম বজ্র কণ্ঠের ডাকে
ত্রিশ লক্ষ শহীদেরও রক্তের বিনিময়ে।
স্বাধীন হয়েও রইলাম আমি পরাধীন হয়ে
অভাব অনটন আর দারিদ্রতার মাঝে।
যে দেশেরো কিনা সম্পদেরও লোভে  
দেশ দেশান্তর থেকে আসিতো সবে,
সে দেশেরই জনগণ আজ পাড়ি দেয় প্রবাসে,
দুঃখ ভরা মন নিয়ে আমি পুঁথি পড়ি  গোপনে।


আজ কাল আর চলেনা বাংলা সংস্কৃতি
বাংলার জাগায় দখল করে আছে হিন্দী চ্যানেলগুলী।
বাংলা ভাষার জন্য দিছি বুকের তাজা রক্ত
সেই ভাষাতে কথা বলিতে আজ লাগে লজ্জা বড্ড।
ছোট ছোট পোলা পাইন আজ হিন্দি ইংলিশ কয়
বাংলা ভাষায় কথা বলতে নাকি তাদের কষ্ট হয়।
কি আর বলিবও এই আজব দেশের কথা
রাজনীতিরও নামে চলে রক্তের হলি খেলা,
ধর্মের নাম দিয়ে চলে ধর্ম ব্যবসা
এদিক সেদিক হলেই চলে আস্তিক নাস্তিক খেলা।


২/১২/১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড