আমার ভাঙ্গা নৌকা নিয়া
আমি বইসা আছি পাড়ে
গুরু কেমনে যামু ঐ পাড়েতে
নৌকা খানি বাইয়ারে । ।


নৌকার যে ফাটা তলি
ঢেউয়ে ঢেউয়ে উঠে পানি
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে
কূলের ধারে বইয়া ।।


আকাশে মেঘের গর্জন
নদীতে উঠে জোয়ার  
পাগলা হাওয়া বয়ে যায়
আমার পাশও দিয়া রে
আমার পাশও দিয়া ।
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।


আমার আছে ছেঁড়া পাল
সাথে আছে ভাঙ্গা হাল
কেমনে দেব পাড়ি গুরু
ঢেউয়ের নদী বাইয়া রে ।।


আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।