নিশি কাল রাতে কিছু ঘুম হারা পাখি,
উড়ে যায় বাধাহীন ভয়ের শিকল
ছিড়ে; আঁধারের বুক চিড়ে ঐ বিকল  
প্রবর্তনা ভেঙ্গে হয়ে যে কাল বৈশাখী।  
এই প্রতীতি বিভক্ত, মৃত খুলে আঁখি।
এথায় হয় যে আঁকা সত্যের নকল,
আলোকে ঢাকে বিকৃত জ্ঞানীরা সকল;
আত্মঘাতী ঝড়ে উড়ে যায় চখা-চখি ।  


সমাজের চোখে- মুখে ধূলো পড়া দিয়ে;  
অন্ধ ঘুণ পোকা বাসা বাঁধে স্বর্গ লোভে।
পথ হারা পাখি এক উড়ে উড়ে ক্লান্ত
বিশ্বাসের মাখা নীল বিষে শ্বাস নিয়ে
হয় সর্বশান্ত। বুক ফাটে আজ ক্ষোভে;
ঐ ক্ষোভের অনলেই আসবে বসন্ত।


২৩/০৪/২০১৭ইং
টোলামোর,আয়ারল্যান্ড