🔳 মৃত্যুতে আমি
   -শ্যামল কুমার সরকার

(প্রয়াত কবি শঙ্খ ঘোষ স্মরণে)

মৃত্যুর সাথে সেইদিন থেকে আজ
পর্যন্ত আছি আমি
কোলাকুলি দিয়ে; ধরেছি মৃত্যুসাজ-
আমি মৃত্যুকামী।

কত যে মৃত্যু চোখের সামনে করি
পার, শৈশবের সেই
মৃত্যুটা এলো কৈশোরে যখনি পড়ি;
'আমি' মারি আমাকেই।

মৃত্যু আমার সত্যধারায় চলে
যৌবনের মৃত্যুটা
হলেই, বৃদ্ধজন্ম আমাকে বলে,
'গেল আমার আমিটা!'


🔳 মৃত্যুর আলো
     -শ্যামল কুমার সরকার

মৃত্যুর মতন কী আছে  এমন শুদ্ধ!
প্রবৃত্তির যেন এক সংক্রান্তি আছে -
ওর পরে নাই আর পাপ,আছে বুদ্ধ,
আছে মহাজ্ঞান  সে যে মহালোক যাচে।

আমি মৃত্যুরেও বন্ধনা করি যে তাই,
মৃত্যুর হৃদয়ে অমৃতাকে খুঁজে পাই।

অমৃতাকে কে-না ভালবাসে, প্রিয়, বলো!
আমরা সবাই - অমৃতা খুঁজে যে চলি-
বৃত্তিতে বিনাশ, বৃন্ততে অমৃত- আলো।
মৃত্যুটাই যেন অশেষ আয়ুর থলি।

◼️ ছোট'র  জন্মোৎসব
     - শ্যামল কুমার সরকার।

আজ যে ছোট'র জন্মোৎসব
অনেক পুলক তাই,
ছোট'র মুখের হাসির ঝলক
সকল সময় চাই।
আমার বুকের রত্নপাথর
ছোট'র হৃদ্যমুখ,
উজ্জ্বল থেকে উজ্জ্বলতরে
গড়বে স্বর্ণযুগ।


( স্নেহাস্পদ চিত্রশিল্পী অন্তর কুমার বিশ্বাস এর জন্মদিনে উৎসর্গিত