রাতের যদি হতাম রে চাঁদ
কত্ত ভালো হতো,
দূঃখ ভরা মানুষগুলোর
আঁধার মুছে যেত।

হতাম যদি নদীর স্রোত
ভালো হতো বেশ,
মানুষগুলোর হিংসা ধুয়ে
দিতাম নির্বিশেষ।

সূর্য যদি হতাম আমি
তেজের জ্যোতি দিয়ে-
মানবভূমে জ্ঞানের বীচি
দিতাম গজিয়ে।

মানুষ যখন হলাম আমি
চাই 'সত্য' ভিক্ষা,
প্রকৃত করো, প্রকৃতি হে-
দাও আমাকে শিক্ষা।