সমাজসেবক সুশিক্ষিত
অনেক বুদ্ধি মাথায় ,
তুইতোকারি উত্তর করে
রিকশাওয়ালার কথায়!

বাপের বয়সী রিকশাওয়ালায়
আপনি করে বলে,
শিক্ষিত ওই মুখে কিন্তু
তুই বা তুমি চলে!

নৌকাচালক রিকশাচালক
এদের সাথে যারা,
তুইতোকারি নিত্য করে
কেমন শিক্ষার ধারা!

সবুজ গ্রাম সেই তো ভালো
সবুজ আবহাওয়া,
সব মানুষের সম্মানস্বভাব
এর বেশি  কী চাওয়া!