মোহনা


কতকাল পর আজ দেখা হলো রবীন্দ্রসরোবরে
প্রাতঃকালীন হাঁটা শেষে
জিরিয়ে নিচ্ছিলাম বেঞ্চে বসে,
আমার ঠিক বিপরীত বেঞ্চে
বসা ছিল ও।
আমার দৃষ্টি এড়ায়নি
এত মানুষের ভিড়ে
ওর দৃষ্টি এড়িয়ে গেছে
আমার দৃষ্টিকে ইচ্ছে করে।


একসময় আমাদের মধ্যে
ভালোলাগা ছিল, ভালোবাসা ছিল
কিন্তু কখনো বলা হয়ে উঠেনি
তাই আমরা ছিলাম একা
আমরা কেউ কারও ছিলাম না।


ওর বুকের মধ্যে নদী ছিল
নদীতে অশান্ত ঢেউ ছিল
আমারও এক সমুদ্র ছিল
সমুদ্রে অস্থির গর্জন ছিল
কিন্তু ছিল না কোনো মোহনা।