সূর্যাস্ত


যাবতীয় ভালোবাসা রেখে যাচ্ছি প্রণয় কাতর পাখিদের কাছে,
লজ্জাবতী গাছ আর শারদভোরের সিঁদুরপেড়ে সাদা আঁচলে,
শুয়ে থাকা মরা নদীর কাছে।


যত হাঁটছি পাগুলো তত রঞ্জিত হচ্ছে রক্তে।
নাকজুড়ে কাঁচা রক্তের আঁশটে গন্ধ।
হাতগুলো শুধু কালো নিয়ে মাখামাখি করে অনবরত।
জন্মের পর দু'চোখ দেখে শুধু আঁধার,
আলো দেখেনি কখনো।
অস্ফুট চাপা কান্নায় কন্ঠরোধ,
মস্তিষ্কে খেলা করে বিষবাষ্প,
পীড়নের ছোপ ছোপ কালো দাগ সর্বত্র।


আজ এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমি তিমিরবিনাশী হব;
প্রার্থনায় ডেকে আনব আমার ঈশ্বরকে।
এরপর এঁকে দেবো অভিশপ্ত জীবনের সূর্যাস্ত।


অভিযাত্রিক-২০২৪