স্বাধীনতা ২
♥♥♥♥♥♥♥♥
শ্যামশ্রী রায় কর্মকার
১৯.৮.১৬


দড়ির ওপর দিয়ে অবিরাম পথ হাঁটে শিশু,
খোলা চোখে মেপে নেয় ঝুলে থাকা মৃত্যুর দাম,
আশেপাশে জড়ো হওয়া বুভুক্ষু চোখ ভীড়
খুচরো পয়সা ফেলে কিনে নেয় উল্লাস,  
দড়ির ওপর থেকে শুষে নেয় নাবালক
গণমনোযোগ আর স্বাধীনতা উৎসব  ঘ্রাণ।


রাস্তার বিপরীতে খুলে গেছে নামী স্কুলগেট
পতাকা উত্তোলন আর কিছু বক্তৃতা শেষে,
রসে ভরা জিলিপির ঠোঙা হাতে পড়ুয়ারা
অপলক দৃষ্টিতে মরণের খেলা দেখে,
শিশু রুটি-রুজি খোঁজে মুঠো ভরে প্রাণ নিয়ে,
হাত তালি দেয় লোকে  বেপরোয়া ঝুঁকি ভালবেসে।


খেলা শেষ হয়ে গেলে দ্রুত নেমে আসে ম্লানমুখ,
ছাত্রের দল জিলিপির খালি ঠোঙা ফেলে যায়,
মাছি যত ফিরে যায় নতুন রসের খোঁজে,
দেশপ্রেমী দর্শক অনুসারী তার সাথে,
একলা পতাকা আর একলা সে পথশিশু
স্বাধীন দেশের বুকে পড়ে থাকা খুচরো কুড়ায়।