তীব্র কম্পনের আগে এবং  পরে
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শ্যামশ্রী রায় কর্মকার


বড় অমোঘ কম্পন,
তুমি জানো-
তবু কেন আঁকড়াতে চাও
বারে বারে হৃদয় স্পন্দন?
ছড়িয়ে ছিটিয়ে থাক খুচরো জীবনটুকু
পাহাড়ের খাঁজে ভাঁজে অথবা
গোধূলি রাঙা ঢেউএর ভগ্নপ্রায় চূড়ে,
বনভূমি ধরে থাক ছলকানো মুগ্ধতা রেশ,
দুহাত মেলেছ জানি সবটুকু সিঁচে নেবে বলে,
আঙুলের ফাঁক দিয়ে গলে যাবে দীর্ণ জীবন;
তার চেয়ে মেলে রাখো অকৃপণ বেহিসাবি হয়ে,
প্রলয় কম্পন ফিরে যাবে,
ক্লান্তি কুড়িয়ে নেবে অবনত শিরে,
স্থবির স্থাবর যত রয়ে যাবে খণ্ডীভূত
শকুন আর মৃতদেহ ভীড়ে,
ছড়ানো আবেগ আর অনুভব বিজয়ীর বেশে
শুধু মহীয়ান রয়ে যাবে।