ক্লীওপেট্রা২
********
শ্যামশ্রী রায় কর্মকার


হাজার বছর ধরে রহস্যময়ী হয়ে আছ,
তোমার অতল চোখে রাত্রি কাজল হয়ে থাকে,
রক্তিম অধরপুটে যুদ্ধের রঙ লেগে আছে,
অজস্র ইতিহাস তোমার দেহের বাঁকে বাঁকে।


দেবী নও তুমি তবু দেখি তুমি দেবী চেয়ে বড়,
অনায়াস ভঙ্গীতে কর তুমি অসাধ্যসাধন,
অজস্র দ্বন্দ্বের ফাঁকেফাঁকে প্রেম লিখে রাখ,
পরাজয়ে জয়ী হওয়া যেন শুধু অঙ্গুলি হেলন।


তোমার কাজল ধোওয়া জল বয়ে যায় নীলনদে,
সেইসব সন্ধ্যার সুর বাতাসেও মেখে থাকে,
সাদাকালো ইতিহাস তুমি রঙে রঙে ভরে রাখ,
নাগেশ্বরী শিরস্ত্রাণে শৌর্যময়ী রূপ ধরা থাকে।


তোমাকেই খুঁজে ফিরি মিশরের আনাচেকানাচে,
হয়তো এখন তুমি অন্য কোথাও মিশে আছ
হাজার মুখের ভিড়ে সাধারণী এক মুখ হয়ে,
অনন্যা হয়তো বা হবে তুমি নয়া ইতিহাসে।।২৯।৬।১৬