বৃষ্টি চিঠি
♥♥♥♥♥
শ্যামশ্রী রায় কর্মকার
১২.৯.১৬


শরীর জুড়ে বাতাস আদর
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
ফিসফিসিয়ে বলল এসে
আসবে চিঠি মেঘের ডাকে।


বন্ধ চোখের পাপড়ি খুলে
যেই মেলেছি আকাশ জুড়ে,
একমুঠো মেঘ পালক পিঁজে
ছড়িয়ে গেল ইমন সুরে।


আমায় দেখে লাজুক আলো
লাল গোলাপী আবীর গালে
ভীরু হরিণ পায়ে এসে
মন ছুঁল দিকচক্রবালে।


শঙ্খসুরের সিঁড়ি বেয়ে
আলতো  পায়ে সন্ধ্যা এসে
তুলির টানে আঁধার বুলায়
আকাশপটে ভালবেসে।


উদাস চোখে একলা হৃদয়
সময় গোনে ঝিঁঝিঁর সাথে,
আসবে কখন তোমার চিঠি
মনখারাপের বারান্দাতে।


পাবার আশায় এমন করেই
না পাওয়ারা জমাট বাঁধে,
ভেঙে যাওয়া স্বপ্ন ঘনায়
বুকের ভিতর মেঘের ছাঁদে।


মনের মেঘে আকাশ মেঘে
ফন্দী তখন আঁটলো কি যে,
ভিজলো মাটি,ভিজলো বাতাস,
বৃষ্টি এলো দুচোখ ভিজে।


উন্মনা মন বুঝলো যখন
জ্বললো তারা মিটিমিটি
বৃষ্টি শেষে,মেঘের ডাকে
এসেছিলো বৃষ্টি চিঠি।