এক.
তিনচোখা মনে অন্ধ সমীকরণ
ভয় পাওয়া রাত্তিরে শহর-বন্ধ!
যেটুকু রেখেছি প্রশ্নোত্তর ভরে
বিদীর্ণ বিলাসিতা খামচে নীল।
হতাশায় টিপ পড়িয়ে রঙ্গ ছুঁই–
অতীতের ইস্কুলে নামতা শিখি
বড় হই—অসুখের ভাজে খুব!


দুই.
ঘুমের ঘোরে শতাব্দীর অস্বস্তি
জেগে যাওয়া ভান করি দীর্ঘকাল, বছর!
যা ছিল সব মিথ্যে আড়িপাতার খেলা
এখনো সব মিথ্যে-অন্ধকারের খেলা-


তিন.
বুকপকেটের ভাজে কবিতার প্রেসক্রিপশন-
অন্ধকারে খোঁজো চাঁদমুখো ছায়া?কবি?
তাঁরাদের জন্ম যে চোখ খোঁড়া আলোয়
তিতিরের মায়াবী জ্যোৎস্না পুড়িয়ে ছাই
ভস্ম হওয়া প্রেমিক চুল বাঁধা খোঁপায় আজ,
তোমার প্রশ্ন জাগেনি নীলমেঘ মেয়ে?