বৃত্তের ভিতরে সবুজের আশেপাশে—
এখানে স্বপ্নের অলিন্দ ঘুলঘুলিতে জন্ম হয়।
কি এক বিহ্বলতা চারদিকে; স্পর্শ অনুভব
জেনে নিও পাখিদের প্রক্ষেপণ
উড়ে চলে পৃথিবীর কস্ট রেখে
কিসের?প্রকৃতিকে ছুঁয়ে দ্যাখো আজ!
দারুণ সে প্রেমমায়া-
পাহাড়ের পর পাহাড়,
অনন্ত চিরকুটে বড় হওয়া যৌবনবতী বৃক্ষ
জলস্রোতে বেড়ে উঠে পুঁটি-পোনাদের ঘর।


ঠান্ডা হাওয়া অথবা গ্রীষ্মের দাবদাহ্
প্রলয় ঝড়ে শীলাবৃষ্টি জুড়ে শৈশব মন,
এসবের গল্প কে শুনতে চায়?


এরপরও আমরা লিখে দিই হৃদয়,
পাতায় পাতায় জুড়ে থাকে ছাপ্পান্নো হাজার বর্গমাইল
কোল জুড়ে থাকে বিলাপমাখা মায়ের মুখ..
আর সবুজের ঘরে বুনছি সাদা পাপড়ির সংসার
এইতো আমরা অথবা আমি-তুমি
এইতো দেশ—
বেঁচে থাকা একরাশ ভালোবাসাতে!


পরিপূর্ণ এক মায়াপ্রেম হৃদয়ে খুব বড়