শারদ মঞ্চ থেকে ভেসে আসে রাত-ঠান্ডা-হিম-প্রেম
কতটুকু বুক ভরে গান শোনায় নক্ষত্র ?
আমি বুকের ওপরে বালিশ দেইনি, তোমার জন্য খালি রেখেছি —প্রতিমার কোলঘেঁষা অবাধ্য মেয়ে
তোমার নাম কি?
কোথায় তোমার হাত?একটু ছুঁতে চাই…
বড্ড বেহায়া হয়তো; উহুঁ
রাতবিরেতের খোলাসা খুলে দিব্যদৃষ্টিতে খুঁজেফিরি মেয়ে,এই —এই —এই রাত কেটে যায়,
দশমী এলো
দেবী যায়; যাবে?
যেওনা, সকাল হতে দাও আজ !