পৌঁষ-কার্তিক শেষ হয় আমার
তোমার প্রেমের পঞ্চদশ খন্ডেরও হিশেব নেই৷
কি অদ্ভুত! দিনকে দিন আমি পাতা বুনি,
তোমার চোখ- মুখোমুখি কত কি!
ভেবেছি রাত্তিরে তোমায় আলতো করে ছুঁয়ে দেব,
ভয়— খুব ভয় জানো; হারিয়ে ফেলি যদি!


বুনোহাঁস রূপোলী সময়ের সাক্ষীঃ চাঁদ অতিথি।


সব কিছু চুলোয় যাক্ –
আমি তোমার হাতের স্পর্শ চাই,
বহুবার..


১৪ অগ্রহায়ণ ১৪২১