গোসল জলে ভিজিয়ে যায় শব কান্নার গান
ভিতরে মৃত-অন্ধ ফোঁটা কপাল জুড়ে সব
একদম ভণ্ডামি যান্ত্রিক সাইরেন, ফ্যান ঘোরে
শকুনের শব্দ শুনি গা এলিয়ে রেখে-
কালো শকুন ছিঁড়ে খায় তুলতুলে মন।
রাতের পেয়ালা টইটুম্বর বাষ্প; ঘিনঘিনে লালা
চেটেপুটে মানুষের চোখ, টাই গলায় মানুষের ভিড়ে।
সুপ্রিয় মন…অন্ধ থাকো আরো কয়েক যুগ!