সংসারের ভার-সব শেষ
জীবনের সব কাজ হয়ে গেছে সারা
হাল্কা লাগছে বুক
আমি ভয়-হারা


এখন আমার কাজ চেয়ে বসে থাকা
সামনের উঠোনে
যেখানে বেল জুঁই অতসীরা হয়ে আছে আলো
সর্ব-নাশের চেয়ে নেই কিছু ভালো


গাগনিক ধ্বনি আমি শুনতে যে পাই
নিঃশব্দ সেই স্বর ভেসে আসে বাতাসে-বাতাসে
আমার হৃদয়ে নিষ্যূত মিতালির ছবি
আমার চোখের সামনে অস্তগামী রবি