কথা ছিল ঘর বাঁধবো দুজনে
শিলাবতীর তীরে
আমি হবো ইংরেজির অধ্যাপক
তুমি পড়াবে 'অভিজ্ঞান শকুন্তলম্'


বেড়াতে যাবো নাটোর
বনলতা সেনের দেশ
চুল যার কবেকার অন্ধকার বিদিশার দিশা
না, সে আর দরকার নেই
তোমাতেই আমার অন্বেষেণের শেষ


শুধু কথা রেখো
কারণ অনেকেই কথা রাখেনি
কথা রাখে না