আমরা দুজনেই ষোলো
প্রথম বর্ষে পড়ি, মেদিনীপুর কলেজে
ভালো করে কথা ফোটেনি
জানতাম না চতুর্দিকে হিংস্র হায়েনার চোখ


আমাদের কথা বলার সুযোগ ছিল না এখনকার মতো
শুধু চোখে চোখ রাখতাম সুযোগ পেলেই
দর্শন শাস্ত্রের ক্লাসে দেখতাম দুজনে দুজনকে
একদিন সকালে তার হাসি টগরগাছটাকে উজ্জ্বল করে দিয়েছিল


পঙ্গপালের দল ছিঁড়ে দিল গোলাপের কুঁড়ি
ভয়াতুর হয়ে সে সরে গেল
আর এক মাথা পাকা চুল নিয়ে আমি
এখনও তার জন্যে পথের দিকে তাকিয়ে