চাঁদের সাথে দোস্তি করে
             আমি তখন ঘুম পরীদের দেশে
সেখানে তোমাকে খুঁজেছি
             রাতজাগা জোনাকির মতো
             মেঘেদের খাঁজে খাঁজে
             বাতাসের সাথে সাথে
             ধুলোর ভিতরে......
আরও অনেক জায়গায়
কিন্তু তুমি দেখা দিলে না
তবু তোমাকে খুঁজে চলেছি প্রত্যেক রাতে
                                প্রত্যেক স্বপ্নে
তুমি যদি জ্যস্ন্যা হতে তবুও তোমার ভালোবাসা
                                গায়ে মাখতাম
যদি বাতাস হতে তাহলে তোমার আঁচলে
                                লেগে থাকা ধুলো
মেখে নিতাম সারা শরীরে প্রানভরে
কিন্তু তুমি তো আলেয়ার মতো হারিয়ে যাও
                                ধরা দিতে দিতে
তাই তোমাকে আজও খুঁজে চলেছি
                    রাতজাগা জোনাকির মতো......