মেপে দেখতো কত সুখী - তুমি ও আমি !
মুঠো মুঠো প্রেম দেব ছুড়ে - স্নানঘরে ,
সিথানে থাকুক চাঁদ পায়ে পায়ে নেমে ।
সফেদ ফেনায় ছোঁয়া বালির শরীরে
রাগ অনুরাগ হতাহত হোক আজ ,
অন্তহীন সমুদ্র ঢেউয়ের মতই ।
জারিজুরিহীন সমুদ্রতটে সে কাজ
প্রয়োজন আছড়েপরার - কিন্তু চাই ।


ভালোবেসে এই মৃতদেহটা আমার ,
কুৎসার জঞ্জালে শত্রুর সংঘাতে ।
আজ বিক্ষোভ আছেই রাম - রহিমের ,
ইতিহাসের অন্তর হতে , চেনা হাতে ।
মগজের পচনধরা রোধে বিনাশের
কি আশ্চর্য্য - রৌদ্র জল বাতাস আমার ॥