আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন
কেবলই আমি আমি আমিই আর কেবল আমি
আমার অচেতন লক্ষ্যে ছিল জননীর পাহারা
সেই- আমিত্বকে তুমিত্বে গড়ে তোলার কারিগর !


দেশ কাল সময়ের সীমানার সব কথা ভুলে
নিজের আপন ভাবনায় বিলীন থাকে - সে চলে
পাণ্ডুলিপি করে ভাবনাকে তুলে রাখতে পারেনা
আমি পাগল বলি - সে মানেনা - তুমিও জান না !


তোমার ভাবনা চলে - যেমন এই গরম ছুরি
চলে হালকা জমাট বাঁধা মাখনেরই উপর
তুমি মেঘের ভেলায় - তারাদের দেশে - আমারই
সাথে মধুচন্দ্রিমায় মগ্ন - সেই সরল কবিত্বে !


তুমিও যে ভাঙা গড়ার নিয়মেই নিয়ম গড়
সাথে নতুন তাগিদে চলো - কর সব এলোমেলো
শুধু শব্দের কথা বলে - ইশারায় গড়ে তোলো
বুঝিতে - বুঝিনি কেবল কি স্বার্থে - তাই পরমার্থে !


দেবত্ব চাওনি - হৃদয় বুঝেছি - জননীকে দেখে
কবি তো হয়েছ - প্রেম বুঝেছ -প্রিয় করে সে সুখে !