তুমি কি হেরে গেছ ?
ঘরের কোনের অন্ধকারে কি একা হয়েছ আজ
তুমি কি সভ্যতার উপহাস্য বুঝে নিয়েছ
তাচ্ছিল্যেরই খাতিরে কি বিদ্যমান তোমার সাজ
না , "তুমি পরাজিত নও" ।


গন্তব্যের লক্ষ্যে পৌঁছবার রাস্তার শুরুটা শেষ না
ভূমিকাতে যেমন যবনিকা লেখা থাকে না
পশ্চিমের আলো যেমন সকালে আসে না
আঁতুড় ঘরটাকেই যেমন কেউ শশ্মান বলে না
ঠিক তেমনিই - " তুমি পরাজিত নও " ।


তুমি হেরে যাওনি ......
তুমি হারতে পারোনা...
তুমিই অন্ধকারের বুক চিরে
বেড়িয়ে আশা প্রথম সকাল আলো
তুমিই সকল ভাঙ্গার শেষে
পত্তনের প্রথম প্রদীপ জ্বালো ।


অনেক তাচ্ছিল্যের আর উপহাসের পরও
চেয়েছ যে সকলের তরে ভাল
কাজলকালো ওই চোখে যে আজ তাই গিয়েছি মিশে
হেসে - ভালোবেসে......
তুমি পরাজিত নও - কখনই নও ।