দেখ ওই পথের ধূলির কণায় কণায়
লিখছে কে নাম - আপন ব্যাথায়
আজ করুন সুরে - কে বাজায় বাশি
বিরহ যন্ত্রনায় । কাছে - দূরে নভে - স্থলে
ছড়িয়ে দিয়ে নিজের হাসি ...
বলে শুধু  ভালবাসি - কেবল তোমায় ভালবাসি ।


আমার দুহাত বাড়িয়েছি ঐ সূর্যের পানে
থাকবোনা আর আমি থাকব না আর
আজ যে ঘরে
মাগো - আজ আর না হয় গজপতির মত
সকল নতুন ফুলের খবর নিতে
ভ্রমিয়া আজ আমি হব কার্তিকেয় ।


আমি তখন সবে মনসা মঙ্গল পড়েছি
সবে ক্লাস নাইন
তখন ও বুঝিনি মানবাধিকার
তখন ও বুঝিনি সাংবিধানিক আইন
নারীবাদ - নীল ছবি - খোলা বুকে মুখ
চুম্বনে চুম্বনে অধরে - ওষ্ঠে খুজেছি ভালবাসার সুখ ।