তুমি আলো চেয়েছিলে
ছলনাহীন সরল জীবনে ।
বাংলার সূর্য হতে পশ্চিমের কোলে
নি:স্তব্ধ আঁধারে ।
জীবনের চরম আশ্বাসে - সন্ধ্যা প্রদীপ
আলো , জোনাকি জীবন পথের বাঁকে ।


সমুদ্রের নীল , পাহাড়ের নীল আর আকাশ নীল
আমি দেখেছি !
আলো - আঁধারে প্রথম দেখায়
তোমার সৃষ্টি আলোক মালায় ।
সহস্র রাতের অনিদ্রার বিচিত্র সকল ভাবনায় ,
শুনেছি বেদ মন্ত্রের ধ্বনি সে ছন্দের আঙ্গিনায় ,
অমর লোকের জন্য নাগরিক ভাবনায় ।
তবে কি ? মিথ্যে বাঁচতে চাওয়া !


তুমি আলো চেয়েছিলে
ছলনাহীন সরল জীবনে ।
ভাষার সে পথ পূর্ব - পশ্চিমের , উত্তর - দক্ষিনের ।
কালে কালে ব্যাকরণ দুর্গ ভেঙ্গে
আপন সত্তায় সততায় একাকার ।
তবুও শাসকের নিরস্ত্র প্রজার হত্যা দেখেছি ,
বেদনার অশ্রু সজল চোখে ।
অদিতি , তুমিই আলো দিয়েছিলে
দ্বাদশ ছলনাহীন সরল জীবনে ।