বুকের পাজর যেমন গড়েন বিধাতা
তেমন এ শব্দে শব্দে গড়ি আমার কবিতা ।
এই পলাশ আর কৃষ্ণচুড়ার দিনে
যাদের রক্তে ভেসেছিল রাজপথ
কিন্তু এ ভাষা যাইনি থেমে ।
আমি যে তাদেরই প্রানের ভাই
আউল- বাউল , মাঝি - মল্লার সাথে
আজো সে ভাষাতেই এ কবিতা গাই ।
আমি তো ভুলিনি - তুমিও ভুলনা
মায়ের মুখের ভাষার কোন হয়না তুলনা ।
আজো যেমন মাকে বলি
মাগো ঘরে ফিরব আমি , আর যাবনা বহুদূর ।
আকাশে বাতাসে সেদিনও ছিল
আজিকার এ বাংলা ভাষার বিবাদী অসুর ।
আমার মায়ের ভাষার জন্য
যে ভাইরা দিয়েছিল প্রাণ
আমার এ মাথা নত করি - তাদের জানাতে সন্মান ।