মুক্তির কোলাহলে চেয়েছি তোমারই সঙ্গী হতে ,
মিথ্যা নয় ,দিগন্তের মতোই সুবিস্তৃত অন্তর
আছে ,রাম রহিম যীশু মুক্তি দেবে সে শত্রু হতে ।
সন্তান তোমার -আমার সে পথে হেঁটেছে আবার ,
রক্তে ঘোষনা -মৃতদেহের ভয় ফেলে অভিজ্ঞান !
পুরুষতন্ত্রে নারী সতীত্বের আজও সাম্যবাদ !
ধর্ম প্রাচীর ঢেলে প্রসারিত তুমিও যে একজন ,
পাতাখোর থেকে মিনিষ্টার সকলে পেয়েছে স্বাদ ।


মেশাতে চায় - শহীদ ধনঞ্জয় কুলাঙ্গার নয় ?
উদ্দাম -লড়েছি করেছি জিতেছি বহুবার ,
গ্রামে ও শহরে এসেছে উৎসব অঙ্গীকার -হায় !
৩৪-২৪-৩৬ নারী বডি দায় -পবিত্র রাখার ।
গ্রেটার কৈলাশ ,পার্কস্ট্রিট গনধর্ষণ -ভক্ষক !
নারী আর্তনাদে পৌরুষ নিহত - অন্যপথে থাক ॥