আমি তোমাকে দেখেছি কেবল কোমলতায়
খুদিত হয়নি তোমার প্রতিচ্ছবি সভ্যতায়
অজন্তা - ইলোরার সে আদলেও তুমি নও
দেখছি সব বিচিত্র সাধ যখন জন্মনেয়


চোখের কোনে জমা জলের বিন্দু
মনে হয় সাগরমাতার  কোনো ঝর্ণা স্রোত
এই বুঝি প্লাবিত হয় - সিন্ধু কিংবা গঙ্গায়
সভ্যতার আদিম ফসলের ক্ষেত প্রান্তর ,
তোমার বাতাস শরীরের ঘ্রান
আমার ঘুমের বিছানায় ফুলের সুবাস


কিছুই নেই চারিদিকে - সভ্যতা আর তুমি
নেশাতুর দের ভিড়ে ঝলসানো পশু - পাখি
শিকার -  পোশাকবিহীন দের উদ্যাম নৃত্যে
সভ্যতার বিকাশের ক্ষণ, তুমিও তো আছো
বিকিনি - মনোকিনি নাম বিহীন নিউড বিচ
বৃষ্টি ভেজা বিকেলে তুমি কি আজও  প্রতিক্ষায়


সে কোমলতা ছিল সভ্যতা বিকাশেরও আগে
আজও যেমন তুমি আছো কোমলতায়....