কবি দেখেছিলো তাকে
লেগেছিলো অকল্পনীয় ।
স্বপ্ন নারী হয়তো নয় সে ,
চোখ নয় তার টানা টানা ,
পানপাতায় মোরা মুখ নয় তার ।


কিন্তু হৃদয় তার ময়ূরাক্ষী নদীর মতন ;
দুরন্ত বেগে ছুটছে অনন্তের দিকে ।
জোৎস্না রাতে সে মাধুর্য ছড়ায় তার ;
হরিণ চোখা চাহুনিতে ।
মিষ্টি মধু হাসি তার কবির ;
মোন হরণ করেছে ।


চেনো কি তোমরা তাকে ?
কবির কল্পনা রমণী
কিন্তু কবির কাছে সে অকল্পনীয় ।