তুমি রৌদ্র মাখা আলতা পায়ে
রাঙিয়েছ আলো প্রাচীর মাঝে।
তোমার ছোঁয়ায় পাথরপুরি
সেজে উঠেছে আজ প্রাচীন সাজে।


তুমি বৃষ্টি হয়ে আসলে যখন
ভাঙল খরা, ধরার মাঝে।
তুমি আবার এসো ফিরে আমার;
বঙ্কিমহীন নক্ষত্র মাঝে।