হলদে আলোয় কার সে ছায়া
ওই দেখি কার মুখ,
জানলা দিয়ে মুখ বাড়ালেই
বুক করে ধুকপুক।
সামনে তাকালে মনে হয়ে, কে যেন করছে ধাওয়া,
আস্তে আস্তে ধেয়ে আসে সেই যে ভয়ের হাওয়া।
এদিক ওদিন যেন চারিদিক
অদৃশ্য হাতছানি,
সেই নিঃশ্বাস অগোছালো আজ
যেন কার শুনি ধ্বনি।
মনে খালি ভাবি, এ ঘরে আর আসবো না কখনো।
ডাকবো কি মাকে? এই নিয়ে মনটা করে যে দোনোমোনো।
জানি না কেন এই চেনা ঘরে আজ অদ্ভুত লাগছে খুব,
তোমরা কি জানো এই ভয়েরই নাম আসলে হচ্ছে ভূত।