হেমন্ত গিয়ে যখন শীত এলো
তুমিও আসলে ভোরের কুয়াশা হয়ে,
সব আবছা সরিয়ে দিয়ে
রবির পরশ লাগলো গায়ে।


রুক্ষ এ শীত রুক্ষ নয়
দুরু দুরু কম্পিত তব হৃদয়,
যা কিছু শুষ্ক তার মাঝেও
কৃষ্ণচূড়া হয়ে
ঝরে পরো অবলীলায়।


বসন্তের ছোঁয়া লাগতেই
আমি জানি তুমি ছেড়ে যাবে।
কুয়াশা আবার কুয়াশা হবে,
যা কিছু মলিন আবার রুক্ষ হবে।
তবু তুমি জেনে রেখো
এ হিমের পরশ ভুলিবার না যে,
যাওয়ার আগে গোলাপ ফুটিয়ে যেও মোর মরু মাঝে।