জ্ঞানে মোরা বেকুব শহর
নকল সোনা চ্যাচায়ে বহর।
ঘুণ ধরেছে ইটের বনে
সূর্য ওঠে দখিন কোণে।।


সহজ ভাষায় কষ্ট ভারী
নিন্দুকেরাও করছে আড়ি।
লিখছি আমি, পড়ছে না কেউ
সমুদ্দুরে হারিয়েছে ঢেউ।।


তেঁতো শহর, খাই দিলখুশ
নেই মান তাই হারিয়েছি হুঁশ।।