একটা ট্যাক্সি পেলেই চলে যাবো।
সবই তো গুছিয়ে নিলাম
রেখে কিছু যাবো না।
আবার হয়তো দেখা হবে
যেখানে আমরা কেউ কাউকে চিনবো না।
নতুন করে কথা হবে
ক্যানভাসে রং ছড়াবে।


কথা দিও কাঁদবে না।
আমার তো কিছু করার নেই
যেতে তো আমিও চাই না
তবে টিকিট যে কাটা
চলছে ঘড়ির কাঁটা
সময় বেশি নেই।


আমার আগুনে খুব ভয় করে জানো
যদি ব্যথা লাগে, যদি পুড়ে যাই।
এই! যাওয়ার আগে কিন্তু আমায় জল দিও
কাঁচের গ্লাসে।