তুমি ছিলে না ভালোই ছিলাম ,
হটাৎ দমকা হওয়ার মতন এলে চলে ।
এ জীবনকে রঙের ছোয়া লাগিয়ে ,
সেই হাওয়ার মতোই গেলে উড়ে ।
রোদের দিনে কালপুরুষের মতো
ছায়া পেয়েছিলাম তোমার পরশে ।
ওই বৃষ্টির দিনে , তুমিই ভিজতে দাওনি
রঙিন সেই পাখা মেলে ।
তোমার গন্ধে মাতাল এ মনে
জেগেছিলো আলো  আশা
বুঝতে পারিনি এরই নাম হয়তো বোধহীন ভালোবাসা ।


তুমি ছিলে না ভালোই ছিলাম  ,
তুমি আসার পর
জীবন কে নতুন করে চিনতে শিখলাম  ।
তাই আজ ভাবি তুমি চলে গেছো অনেক যুগ  হলো
এ জীবন আবার অগোছালো এলোমেলো ।
তুমি ছিলে না ভালোই ছিলাম ।