.,,...,,.
............... . এম এ ছিদ্দিক


নীল আকাশে ডানা মেলে.
উড়ছে দেখ পাখি ,
তাদের দেখে জুরিয়ে গেলো আমার দুটি আঁকি |


থাকতো যদি তাদের মত আমার
দুটি ডানা,
উড়ে যেতাম দূর আকাশে থাকতো নাকো মানা |


আকাশ ছেড়ে নদীর
তীরে ছুটে যেতাম আমি,
বুঋতে শিখতাম ছোট জীবন কত
খানি দামি |


সারা দিন যেথায় সেথায়
সন্ধ্যা হলে নীড়ে,
জীবনটাকে কাটিয়ে দিতাম ব্যস্ত
মানুষের ভীড়ে |


লেখা :::<>ছিদ্দিক