অসভ্যতা যবে উপচে উঠে,
বিবেকীরা বেঁচেও মরে।
সত্য হেন উপেক্ষিত যেন
মিথ্যার কাছে তার চিরঋণ।
শঙ্কিত মনে বিবেকের দহনে,
শুদ্ধ চেতনা, শুভ্র বাসনা পুড়ে সংগোপনে।
ছলা-কলা দিয়ে নরকীরা সব লুটে,
পদ-পদবী, স্বীকৃতি জুটে তাদের ঘটে।
বিবেকহীনেরা-ই বিশ্বের চূড়ান্ত শিখরে,
খোলে দেখ মুখোশ মুড়ানো চাদরে।
স্বাধীনচেতা বিবেকের মৃত্যু যন্ত্রণার হাহাকারে,
মানবাধিকার বাকরুদ্ধ হীনকামনা বাস্তবায়নে।
সুস্থ চিন্তন লালনের ধারা রাখেনি সংবিধানে,
বিবেকশূন্যরাই বিশ্বনেতার অন্তঃকরণের মূলে।
জয়-পরাজয়ের ইতিহাস পড়ে,
সুস্থ বিবেক বিগড়ে নিভৃতে কাঁদে।
             @@@
রচনাকালঃ ২৩/০৯/১৭ইং, শনিবার, ফকিরের বাজার।