জগত মাঝে সুখের আশে হইও না মশগুল
সদা খোঁজ মন আল্লাহ-রাসূলের বোল।
যাঁর সৃষ্টিতে কবি মন হইয়াছ আকূল,
তাঁকে পাওয়ায় সার্থক সমগ্র সৃষ্টিকূল।
সেই প্রভূর কর সেবা
যিঁনি আধাঁরে দিলেন দিবা।
সৃজিলেন বিশ্বব্রহ্মাণ্ড,
রাখিলেন কত দৃশ্য-অদৃশ্য কাণ্ড।
খোঁজ মন তাঁর সৃষ্টি রহস্য
পাবে আপন পরিচয় বৎস্য।
পেতে তাঁর সান্নিধ্য
প্রেমে মজো করে আরাধ্য।

           @@@
রচনাকালঃ ২৮/০৮/১৭ইং, সোমবার, নিজবাড়ী।