হে তৌহিদী জনতা,
ইসলামী ভ্রাতা,
জেগে ওঠো, জেগে ওঠো,
ঢাল-তলোয়ার নিয়ে,
রণ সাজ সেজে,
আজি যুদ্ধ হবে,
ইসলামদ্রোহী-স্বৈরাচারের সাথে।
হে মুসলিম-মুমিন
দেখ, আগোয়ান দুর্দিন;
ইসলাম যায় ভাসি,
জেগে ওঠো, জেগে ওঠো,
ধর্মদ্রোহীদের দিতে কষি।
হে মর্যাদার জাতি
প্রতিকূল অবস্থার প্রতি-
ইসলাম করতে বিজয়ী
মনুষ্যত্ব করতে জাগ্রত,
জেগে ওঠো, জেগে ওঠো।
হে মুজাহিদ
দেশ রক্ষার্থে, ধর্ম বাচাঁতে,
জীবন বাজির প্রমিছ রেখে
জিহাদ করতে,
অস্ত্র হাতে যুদ্ধে যেতে,
ইসলামী বল নিয়ে
জেগে ওঠো, জেগে ওঠো।
হে মুসলিম বীর
তুলে উর্ধ্ব শির,
ভেঙ্গে চুরমার করে দিতে-
সব অন্যায় তিমির,
জ্বেলে দিতে আলোর শিশির,
জেগে ওঠো, জেগে ওঠো।
@@@
এ কবিতাটি ২০০১ সালের অক্টোম্বর মাসে নোয়াখালির চৌমুহনী থেকে প্রকাশিত সাময়িকী "চিরন্তনী"র ১ম বর্ষের ৩য় সংখ্যায় সর্বপ্রথম প্রকাশিত হয়।