মোরা দূরন্ত অগ্রপথিক,
কাঙ্খিত স্থানে পৌঁছা-ই মোদের দিক।
চলার পথে হয়তো থাকবে কাঁটা,
সবি সয়ে তবু অতিক্রম করতে হবে পথটা
গতি পথে যদিই কাঁটা বিঁধে,
রক্তাক্ত হলেও যাব প্রত্যাশিত স্থানে।
যে পথিক জীবন যুদ্ধে পাবে ভয়,
জীবনে নেমে আসে তার পরাজয়।
অগ্রপথিক কারা?
বিপদে পিছপা হয়না যারা।
বিপদের ঘোরে মোরা উচ্চ করে শির,
মোদের আলোয় কেটে দিব সকল তিমির।
আমরা দুঃসাহসিক অভিযাত্রী দল,
মোদের যাত্রা হোক সফল।
আমরা বীর বাহু বীর বল -
আমরা তরুণ অগ্রপথিক দল।
@@@
রচনাকালঃ ২৮নভেম্বর,১৯৯৯ইং (কবি তখন নবম শ্রেণির ছাত্র ছিলেন।)
সর্বপ্রথম প্রকাশঃ কামরুজ্জামান কামাল কর্তৃক সম্পাদিত ফকিরের বাজার (নেত্রকোণা) থেকে ২০০০ইং সালে বর্ষবরণ উপলক্ষে প্রকাশিত "অগ্রপথিক" নামক ম্যাগাজিনে প্রকাশিত হয়।