বৃষ্টিকে বলেছিলাম-
তুমি এসো নিবিড় নির্জনতায়
কৈশোরিক আবহে তোমাকে উপভোগ করবো!
বৃষ্টি এক পশলা হেসে বলে- ‘আমি-তো
প্রায়ই আসি বরং তুমিই ভীষণ নিস্পৃহ’!


তুমি আসো বটে তবে.........


সবুজ ঘাসের মাঠ, কুল কুল বয়ে চলা
সরু নদী এক দৌঁড়ে পার হওয়া যায়
এমন মোহনীয় জায়গায় তুমি এসো
প্রাণ ভরে তোমায় আমি উপভোগ করবো!


অথবা কোনোও নির্জন বনভূমে তুমি এসো
আমার বুকের সবটুকু উষ্ণতা দিয়ে
গভীর গভীরতর মমতায়
তোমাকে মেখে নেবো চোখে-মুখে-বুকে;
সুগন্ধি ফুল ফোটাব লতা গুল্মে
গাছের ডালে ডালে পাতার মূলে!


বৃষ্টি আবার হেসে গড়িয়ে পড়লো;
এবং জড়ানো কন্ঠে বলল-
‘বরং তুমি খুঁজে নাও তোমার মনের
মতন জায়গা
আমি আমার প্রাণ উজাড় করে তোমাকে সুখ দেব’!


সত্যি তুমি আসবে-তো
হে আমার মানসী প্রিয়া!


বিমর্ষবদনে কান্নার হাসি হেসে কহিল-
‘অদ্ভুত তোমার স্বপ্ন সখা,
এ বাসনা মিটিবে না’!