অরূন্ধতী, অরূন্ধতী! কতোদিন দেখিনি তোমাকে!


‘ দেয়ালচিত্র  এঁকে ছায়ার সাথে কথা বলে
কাগজের পাতায় বর্ণমালা সাজায়ে দেখা পাওয়া যায় না!
সূর্য চলে গেলে ছুটে এসো দূরের গড়ের মাঠে
হাত দুটো বানিয়ে উপাধান চিত হয়ে অপলক
তাকায়ে থেকো আকাশে, হিম কুয়াশায়, শিলাঝড়ে
নড়োনা এতোটুকুও!
যথার্থ সময়ে এসে নরম আঁচলে ঢেকে দেব মুখ…’