নিষ্ঠুর প্রাণ এক আমি
পৃথিবীর মাটিতে পা রেখে
জেনেছি সবই তার ধীরে ;
দিনের সব আলো মুছে গেলে
কেবলি আঁধার রয় ঘিরে
শুধুই আঁধার , মাঝখানে
পড়ে থাকে হিম মমতার দলা
জোনাকির মত শুধু
একবার জ্বলে আর নিভে !


চারিদিকে সমুদ্র ফেনা –
রাতের সিন্ধুতে ঢেউয়ের
শিখরে জ্বলে , তাহারে যে
প্রতিদিন বুকে শুষেলয়
বড় শান্ত নীল বারিনিধি ;
রাতের অন্ধকারে দাঁড়ায়ে
তাহারি মত আমাকেও যে
শুষে নিতে হবে এই সব
ভয়াবহ মূর্ত আরতি
কে জানিত আহা কে জানিত !


পৃথিবীর মাটিতে পা রেখে
এই সব জেনেছি কেবল
কাতর প্রাণ এক আমি !